নারিশায় সালমান এফ রহমানের পক্ষে উঠান বৈঠক

235
সালমান এফ রহমান

ঢাকার দোহার উপজেলা নারিশা ইউনিয়নের মেঘুলা ৪নং ওয়ার্ডে সালমান এফ রহমানের পক্ষে আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে স্থানীয় বাসিন্দা ফ্রান্স আ’লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমনের বাড়িতে এ বৈঠকের আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ।

মেঘুলা ৪নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মানিকের সঞ্চালনায় উপস্থিত উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন মোড়ল, ছিলেন ফ্রান্স আ’লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী মেহবুব কবির, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সভাপতি ও নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা, নারিশা ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ সাহবুদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক , হাবিবুর রহমান হাবিব ,মো. আলী ঘটু খালাসী, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, মাসুদ পাঠান, সবুজ মোড়ল, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মনির, সাবেক ইউপি সদস্য আব্দুল হক সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা।

আপনার মতামত দিন