নবাবগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

489

ঢাকার নবাবগঞ্জে মাদক সেবন করার দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আগলা কালুয়াহাটি গ্রামের নুরুল হক ভূইয়ার ছেলে সোহাগ মিয়া (২৫) ও আগলা চৌকিঘাটা গ্রামের সফিউদ্দিনের ছেলে মিন্টু মিয়া (২৭)।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সোহাগ ও মিন্টু দীর্ঘদিন মাদক সেবন করে আসছিলেন। বুধবার (০৩ আগস্ট) রাতে আগলা কালুয়াহাটি গ্রাম থেকে মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ‍পাওয়া যায়।

বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এ দণ্ড দেন।

আপনার মতামত দিন