নবাবগঞ্জে ২ ডাকাত আটক: অস্ত্র উদ্ধার

224

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কাশিয়াখালী বেরীবাধের চেগারঘোনা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী ও পুলিশ ২ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২রাউন্ড গুলিসহ একটি শর্টগান ও একটি  পিস্তল উদ্ধার করে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৫ মে রোববার রাত সাড়ে ১২টার দিকে বেরীবাধ এলাকায় একটি পিকআপ ভ্যানে করে ৮/১০ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় এলাকাবাসীর সহায়তায় উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রামের শেখ লাবলু (৪০) ও বারুয়াখালী গ্রামের মোজ্জাফর দেওয়ান (৪৫) কে আটক করে। পরে তাদের তল্লাশি করে একটি শর্টগান একটি বিদেশী পিস্তল ও ২রাউন্ড গুলি উদ্ধার করে। বাকিরা পালিয়ে যায়। এঘটনায় নবাবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।


নবাবগঞ্জ থানার এস আই আব্দুল মান্নান ফকির নিউজ৩৯কে জানান, অস্ত্র গুলি, পিকআপ ও ২ ডাকাতকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেফতারের ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন