নবাবগঞ্জে সাঈদীর ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মিছিল

310

মানবতাবিরোধী অপরাধে দোষী সাবস্ত্য যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে মিছিল করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদর মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে  মিছিলটি বের হয়ে থানা চত্বর ঘুরে আবার মুক্তিযোদ্ধা কার্যালয়ে ফিরে আসে।

সেখানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসারফ হোসেন বলেন “ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি হিসেবে আমরা তার  ফাঁসির দাবি জানাচ্ছি।”

এদিকে, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে।

আপনার মতামত দিন