নবাবগঞ্জে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্পমেলা শুরু

291

নবাবগঞ্জ উপজেলায় মাসব্যাপী দেশীয় তাঁত বস্ত্র ও কুটির শিল্পমেলার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি। বাংলাদেশ তাঁত বোর্ডের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বাগমারা কোর্ট বিলিন্ড এরিয়ায় ১ জুন রবিবার বিকালে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডেও অন্যতম সদস্য অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম খুরশিদ-উল-আলম, উপজেলা সহকারী কর্মকতা (ভূমি) মোহাম্মদ শহীদ উল্লহ, তাঁত বোর্ডের পরিচালক মাহ্তাব উদ্দিন আহমেদ প্রমূখ। মেলায় শিশুদের জন্য আলাদাভাবে রয়েছে হরেক রকম খেলার সরঞ্জাম। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের ব্যবসায়ীরা অংশ নিয়েছে। রকমারি পণ্যের পসরা সাজিয়ে প্রায় ৪০টি স্টলে অংশ নিয়েছে ব্যবসায়ীরা। মেলার শুরুতে দর্শনার্থীদের ভীর দেখা গেছে।

আপনার মতামত দিন