নবাবগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ কুষ্টিয়া থেকে উদ্ধার

1731

নবাবগঞ্জ উপজেলা থেকে ডিবি পরিচয়ে মো. ইমরান হোসেন (৩০) নামের ব্যবসায়ীকে অপহরণের একদিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। গত ২৩ এপ্রিল রোববার দুপুরে কুষ্টিয়ার মিলপাড়া রেলগেট এলাকা থেকে তাকে উদ্ধারের পর রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইমরান হোসেন নবাবগঞ্জ উপজেলার বৈকণ্ঠপুর-জালালপুর এলাকার মৃত মো. গোলাম আলীর ছেলে। তিনি উপজেলার বাগমারা বাজারে ইট, বালু, রড ও সিমেন্টের ব্যবসা করেন। ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে তার বড় ভাই হাবিবুর রহমান সেন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। শনিবার বিকালে নির্বাচনী প্রচারণায় বের হয়। অপরহণের আগে বাগমারা-বলমন্তচর সেতুতে একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুই ব্যক্তি ডিবি পরিচয়ে কালো রঙের একটি হাইয়েচ গাড়িতে তাকে তুলে নেয়। এরপর চোখ-মুখ বেঁধে ফেলে চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলেন। সোমবার সকালে কুষ্টিয়ার একটি রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। ব্যবসায়ী ইমরান জানান, তার কাছে ব্যবসার প্রায় এক লাখ টাকা ছিল। সে টাকাও ভুয়া ডিবিরা নিয়ে গেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. মহির উদ্দিন নিউজ থার্টিনাইনকে বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্য খবর  আমি যুক্তরাষ্ট্রে নয় রাষ্ট্রপ্রতির সাথে হজ্জে গিয়েছিলাম: সালমান এফ রহমান, এমপি

 

আপনার মতামত দিন