এইচএসসিতে ১৫ মিনিট কম পরীক্ষা দিল দোহারের পরীক্ষার্থীরা

766
সংবাদ

২৪ এপ্রিল সোমবার ছিল এসএসসির পদার্থ বিজ্ঞান ১ম পত্র পরীক্ষা। অবজেক্টিভ ২৫ মিনিট ও লিখিত পরীক্ষা ২ ঘন্টা ৩৫ মিনিট, মোট তিন ঘন্টা। সকালে এমনি নির্দেশ আসে বোর্ড থেকে। কিন্তু প্রশ্নে লিখিত পরীক্ষার সময় লেখা ছিল ২ ঘন্টা ২০ মিনিট। বোর্ড থেকে কেন্দ্র সচিব ও কলেজ অধ্যক্ষদের নিকট ম্যাসেজ আসে ২ ঘন্টা ৩৫ মিনিট পরীক্ষা নেবার নির্দেশ দিয়ে। ম্যাসেজটি হুবহু তুলে দেয়া হলো:

Dear Sir Please follow the instructions for HSC Exam 2017 of sub code 174 CQ time duration is two hours & thirty five minutes. Regards Controller, BISE, Dhaka

২ ঘন্টা ৩৫ মিনিট পরীক্ষা নেবার নির্দেশ মেসেজে আসার পরও মালিকান্দা কলেজ ও জয়পাড়া কলেজ কেন্দ্র নির্দেশ অনুসরণ করেনি। যার কারণে সময় বঞ্চিত ছাত্ররা ১ টি সৃজনশীল মানে ১০ মার্কে মত প্রশ্ন ছেড়ে আসতে বাধ্য হয়েছে। বিজ্ঞান বিভাগে পদার্থ বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্রদের এই ক্ষতির দায়ভার কে নিবে? – সে প্রশ্ন রেখেছে পরিক্ষার্থীরা।

জয়পাড়া কলেজ কেন্দ্রে মালিকান্দার ছাত্ররা নির্ধারিত সময় দাবী করলেও দেয়া হয়নি। এই বিষয়ে অনেকই বোর্ডে অভিযোগ করবে বলে জানিয়েছে।

আপনার মতামত দিন