নবাবগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

287

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় তাহমিনা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম (৩০) ও বাবা মো. মুরাদ (৪০) আহত হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের কাশিমপুর এলাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত-আহতরা উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলা সদরের তাহমিনাকে ডাক্তার দেখিয়ে মোটর সাইকেলে বাবা-মা বাড়ি ফিরছিলেন। পথে নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গেইটের সামনে আসলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক (রাজশাহী মেট্রো ইউ ১১-০০০৯) তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় শিশুটির মা-বাবা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে রক্ষা পেলেও শিশু তাহমিনা ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার ১ ঘন্টা পর উপজেলা বর্ধনপাড়া এলাকা থেকে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালককে আটক করতে পারে নি পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মন্তুস পাল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত দিন