নবাবগঞ্জে ৬০ লিটার এসিডসহ আটক ১

230

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৬০ লিটার এসিডসহ সুব্রত কুমার পাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বান্দুরা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুব্রত পাল নয়নশ্রী ইউনিয়নের অনিল পালের ছেলে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক কায়সার আহমেদ জানান, রোববার রাতে বান্দুরা বাজার স্বর্ণপট্টি এলাকায় এসিড বিক্রি করার সময় পুলিশ সুব্রতকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬০ লিটার (২৯), সুলতানা (৫৫), গোবিন্দ সাহা (৫৫), অজ্ঞাত (৩০)।

আপনার মতামত দিন