নবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ (মঙ্গলবার) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া বাজারে হঠাৎ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে অনেকে আগুন লেগেছে দেখতে পায়। দোকানটি তালাবদ্ধ ছিল। ব্যবসা প্রতিষ্ঠানটি একই উপজেলার চরবাগুরী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ শফিকুল ইসলামের। আগুনে সব পুড়ে আনুমানিক ৫ -৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ঠিক কি কারণে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা না গেলেও বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমাদের জানান একই বাজারের ঔষধ ব্যবসায়ী এস.এম.ইব্রাহিম। নবাবগঞ্জ উপজেলায় কোন ফায়ার সার্ভিস না থাকায় সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। বাংলাদেশ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার বলেন, আমরা ঘটনাটি জানার সাথে সাথেই দোহার ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠাই। কিন্তু দূরত্ব বেশি থাকার কারণে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে না হলে আরো বেশি ক্ষতি হতে পারতো। নবাবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের কাজ স্থগিত থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ দশ বছর আইনী জটিলতার কারণে কাজ হয়নি। এখন আর আইনী জটিলতা নেই। কিন্তু বাজেটের অভাবে কাজটি শুরু করা যাচ্ছে না। মাত্র কয়েকদিন হলো বাজেট ঘোষণা করা হয়েছে। আমরা অপেক্ষা করছি। বাজেট পেলেই কাজ শুরু হবে।
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)