আসিফ শেখ, নিউজ৩৯ ♦ প্রায় একযুগ আগে মেয়াদ উত্তীর্ণ নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালীর বেইলি স্টিল ব্রিজের মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক নিয়মে বেইলী ব্রিজের কার্যক্ষমতা ১০ থেকে ১২ বছর হলেও জরাজীর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন ধারণ ক্ষমতার বাইরে শতশত মালবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহণ চরম ঝুঁকি নিয়ে চলাচল করে।
ঝুলুন্ত ব্রিজটির মাঝখানে কোন পিলার নেই, দু পাশের পিলারের উপর ভর করেই ব্রিজটি নির্মান করা হয়েছিল। ব্রিজের ট্রাম জাম (পাটাতন) উচুনিচু ছিল এবং নাটবল্টু এতই জরাজীর্ণ, যানবাহন চলাচলে ব্রিজ ঝক্কর ঝক্কর শব্দে কেঁপে ওঠত। এতে যে কোন মুহূর্তে ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা।
১৮ মে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মেরামতের কাজ শুরু করা হয়। ব্রিজটি ভেঙ্গে পড়লে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। মেরামত কারী এক শ্রমিক জানান “এখন ব্রিজ ঠিক আছে। ব্রিজের মাঝখানে ট্রাম জাম (পাটাতন) উচুনিচু ছিল আমরা এগুলো সমান করে দিয়েছি।”
গত ১৩ জানুয়ারী এ ব্রিজটি নিয়ে নিউজ৩৯ এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। রিপোর্ট প্রকাশের ৪ মাস পর ব্রিজটি মেরামত করা হলো।