নিউজ৩৯ ♦ দোহার ও নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এই দুই উপজেলার মান্নান পন্থী নেতারা বলে জানান তার রাজনৈতিক সচিব রফিকুল ইসলাম। দোহারের বানাঘাটায় ও নবাবগঞ্জ উপজেলায় এই মিছিল সংগঠিত হয়। এতে দোহারে পুলিশি অভিযানে ২ জন আটক হয়েছে বলে জানিয়েছেন জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি সালাহউদ্দীন মোল্লা।
এদিকে নবাবগঞ্জ উপজেলা বিএনপির মান্নান পন্থী গ্রুপের নেতারা নবাবগঞ্জ বিএনপির সভাপতি আবেদ হোসেন ও সাধারন সম্পাদক হারুনর রশিদের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা প্রদক্ষিন করে শুরগঞ্জে বিএনপি’র নিজ অফিসে গিয়ে শেষ হয়। এই সময় বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়া ও আব্দুল মান্নানের পক্ষে শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভ শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আর ঘরে বসে থাকার সুযোগ নেই। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে ও বাকশালী সরকারের হাত থেকে গণতন্ত্র রক্ষা করতে সকল নেতা-কর্মি ও জনগণকে ঘর ছেড়ে বের হওয়ার আহবান জানান তারা। একই সাথে স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করতে এই দূর্নীতিবাজ জালেম সরকারের হাত থেকে দেশ বাচতে সবাইকে এক হওয়ার আহবান জানানো হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান পন্থী নেতা কর্মীরা দোহার উপজেলার করমআলীর মোড়ে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নেয়, কিন্তু জয়পাড়া পূর্ব বাজার বাজার সমিতির নির্বাচন থাকায় স্থান সরিয়ে বানাঘাটায় জাসাসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দোহার উপজেলা বিএনপি’র সমন্বয়ক সালাউদ্দিন মোল্লার বাসার সামনে মিছিল আয়োজন করে। এই সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়ে মিছিলে বাধা প্রদান করে এবং সেখান থেকে দুইজন বিএনপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এরা হলেন স্বপন ও শাহজাহান কাজী। এই ব্যাপারে নিউজ৩৯ এর কাছে দেয়া সাক্ষাৎকারে সালাউদ্দিন মোল্লা এই হামলা ও গ্রেফতারের ঘটনাকে কাপুরুষিত ও নোংরা বলে উল্লেখ করেন।