আসন্ন দোহার উপজেলা উপ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দোহার ও ঢাকা জেলা বিএনপি। কয়েক সপ্তাহ আগে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু সমর্থন পেলেও উপজেলা নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচন না করার সিদ্ধান্ত নিল দলটি।
গত দুই সপ্তাহ আগে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নানের বাসায় বৈঠকে উপজেলা নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ করার কথা প্রথমে জানানো হয়। এবং বিএনপি প্রার্থী হিসাবে সিরাজুল ইসলাম ভুলুকে মনোনয়নও দেয়া হয়। কিন্তু হঠাত করেই নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় দলটি।
উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়টি নিউজ৩৯-কে নিশ্চিত করেছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা ও দোহার উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ।
এদিকে চেয়ারম্যান পদে লড়া দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু বিএনএর চেয়ারম্যান নাজমুল হুদাকে নিয়ে মনোনয়ন জমা দেয়ায় তাকে দল থেকে বহিস্কারের চিন্তাভাবনাও জেলা বিএনপি করছে বলে আভাস দিয়েছেন ঢাকা জেলা বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা।