ঢাকার দোহারে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছে দোহারের ভ্রাম্যমাণ আদালত। সংক্রমণ রোগ আইন ২০১৮ এর ২৪ ধারায় ১৭ জন কে মোট দুই হাজার নয়শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার বিকেলে দোহার উপজেলার দোহার বাজার ও মেঘুলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানার পুলিশ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘গত এক সপ্তাহে দোহার উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দোহার উপজেলায় সাত দিনের বিধিনিষেধ চলছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ মাঠে অবস্থান করছে। সকলকে সচেতন হয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।