দোহারে পিকেটিংয়ে আটক ২, প্রশাসনের কঠোর অবস্থান

208

ইমরান ফয়েজ/ পলাশ ♦ ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালে দোহারে ৩টি স্থানে পিকেটিং হয়েছে। আর এই ঘটনায় পিকেটিং করার সময় দোহার থানা পুলিশ ২ জনকে আটক করেছে। দোহার বাজারে টায়ারে আগুন লাগানোর সময় সুতারপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি হাকিম মোল্লা গ্রেফতার হয়।

পালামগঞ্জে টায়ারে আগুন দেয়ার সময় রাইপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক  শামু (পিতা- মৃত আইয়ুব আলী) গ্রেফতার হয়েছে।

এছাড়া হরতাল সমর্থকেরা কার্তিকপুর, করিমপুর, লটাখোলা ও নারিশা পশ্চিম চরে অগ্নি-সংযোগ করে মিছিল করে।

এ ব্যাপারে দোহার থানার এস আই মাসুদ বলেন, গতকাল রাত থেকে পুলিশ জানমালের নিরাপত্তার সাথে ব্যাপক নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ঢাকা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের চলাচলের নিরাপত্তায় আমাদের এই টহল অব্যহত থাকবে।

 দোহার উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দীন আহমেদ নিউজ৩৯কে বলেন, “হরতাল আমার গণতান্ত্রিক অধিকার। আর পুলিশ জনগণের সেবক। আমি এই ধরনের অভিযান ও গ্রেফতারের নিন্দা জানাই।”

আপনার মতামত দিন