দোহারে তিন মাদকসেবী আটক

563

ঢাকা জেলার দোহার উপজেলায় ৩ মাদক সেবীকে আটক করেছে দোহার উপজেলা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলে প্রত্যেককে ৩ মাসের জেল ও এক হাজার টাকা করে জরিমানা করে আদালত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের ফুলতলা ফাড়ির এসআই নান্টু কৃষ্ণ মজুমদার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মাধবপুর থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তারপর তাদেরকে দোহার উপজেলা ম্যাজিস্ট্রেট (ভূমি) ফজলে রাব্বীর আদালতে হাজির করা হয়। এই সময় আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা ও ৩ মাসের জেল প্রদান করে। এই সময় দোহার উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) ফজলে রাব্বি নিউজ৩৯কে বলেন, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ ধারার ১ উপধারার ২১ ক্রমিক অনুসারে তাদেরকে শাস্তি দেয়া হয়। এই সময় তিনি আরো বলেন, দোহার উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।  আটক কৃত দুই জনের বাড়ি নবাবগঞ্জ ও একজনের বাড়ি দোহারে। নবাবগঞ্জ থেকে তারা মাদক সেবনের উদ্দেশ্যে দোহারে এসেছিল বলে আদালতের কাছে স্বীকারক্তি প্রদান করে।

আপনার মতামত দিন