দোহারে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

312

দোহার উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছেন থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জামালপুর জেলার চর ভাবসা গ্রামের চান্দু শেখের ছেলে আব্দুর রশিদ (২৮), পটুয়াখালীর জেলার মধুখালী গ্রামের মানিক কাজীর ছেলে মোশারফ (৩০), শরীয়তপুর জেলার দুবলী গ্রামের আব্দুল হক মুন্সির ছেলে রুহুল আমিন (৩১) ও বরিশালের পাথরঘাটার মো. বাবুলের ছেলে ইস্রাফিল (৩২)। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র চন্দ্র সরকার জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বাঁশতলা চৌরাস্তার মোড় এলাকায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় ৩টি চাপাতি, ৩টি রামদা, ৩টি চাকু, ৪টি তালা কাটার যন্ত্র ও আনুসাঙ্গিক কয়েকটি অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেন। তবে এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত দিন