দোহারে জয়বাংলা-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোচনা

55

ঢাকার দোহার উপজেলায় বেগম আয়েশা শপিং মলের দ্বিতীয় তালায় বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবর্ষ ও রক্তস্নাত মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘জয়বাংলা-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও চ্যানেল এস এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা।

মুক্তিযুদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইব্রাহিম খলিল সবুজের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম।

অনুষ্ঠানে অতিথিরা মহান স্বাধীনতার স্মৃতি, বঙ্গবন্ধুর জীবনীসহ সকল শহীদদের কৃতিত্বগাথাঁ নিয়ে আলোচনা করেন। এছাড়া আলোচনা সভাটি সাফল্যমন্ডিত হয়ে উঠে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম করম আলী। চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক জামাল এইচ পান্নাসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ।

আপনার মতামত দিন