দোহারে ছয়’শ টাকার দ্বন্দ্বে একজনের মৃত্যু

973
দোহারে ছয়’শ টাকার দ্বন্দ্বে একজনের মৃত্যু

ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় ৬০০ টাকার জন্য দোকানী সালাম শেখের ঘুষিতে ক্রেতা ইউসূফ বেপারী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত সালাম মুন্সি (৫৫) নামে একজনকে আটক করেছে। নিহত ইউসূফ মুকসুদপুর গ্রামের ইউনূস বেপারীর ছেলে। আটককৃত সালাম মুন্সি ঐ এলাকার বিশাই শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল তিনটার দিকে ইউসূফ গ্যাস সিলিন্ডার কিনতে যান সালাম মুন্সির দোকানে। এসময় পূর্বের ৬শ’ টাকা বকেয়া দাবি করেন সালাম মুন্সি। এ নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সালাম মুন্সি রেগে গিয়ে ইউসূফ বেপারীকে ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ইউসূফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় আটককৃত সালাম শেখকে জিজ্ঞাসাবাদ করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান।

আপনার মতামত দিন