নবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

247

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদসভা করেছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ৷
রবিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নবাবগঞ্জ উপজেলা সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়৷ মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহীদমিনার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এরপর শহীদমিনারে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমতের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন

ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করেছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা এধরনের ঘটনা ঘটিয়েছে তারা আমাদের স্বাধীন নতার বিরোধী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

সে সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাফিল উদ্দিন মিয়া, আরিফুর রহমান শিকদার, আওয়ামী লীগ নেতা- আব্দুল বাসেত প্রামাণিক, আব্দুল মান্নান, ওয়াদুদ মিয়া, ইব্রাহিম খলিল, নন্দলাল সিং, দেওয়ান তুহিনুর রহমান, ডাঃ বাবুল হোসেন, ইউসূফ হারুন টিপু, সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম মিথু, মীর আরিফ, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, যুবলীগ নূর আলম, রাকিব পত্তনদার, দেবাশীষ চন্দ, শ্রমিক লীগ নেতা রাশেদ আহমদে, তাঁতী লীগ নেতা হাবিব বেপারী, মৎস্যজীবি লীগ নেতা ফারুক মোল্লা, রমজান আলী, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রানা, সাইফুল বারী শান্ত, নাহিদুল আলম নাদিম প্রমুখ৷

আপনার মতামত দিন