দোহারের উত্তর শিমুলিয়ায় নাতনীকে ধর্ষণের দায়ে নানা আটক

583

দোহারের উত্তর শিমুলিয়ায় নাতনীকে ধর্ষণের দায়ে নানাকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম কোরবান আলী (৬৫)। তিনি উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের মৃত আ. গণি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শিমুলিয়া গ্রামের বালুর মাঠ সংলগ্ন বাড়িতে মো.কুরবান আলী তার আপন মেয়ের ঘরের আতনীকে জোর পূর্বক ধর্ষণ করেন। এলাকাবাসীর তৎপরতায় বিষয়টি প্রকাশিত হলে পুলিশ গিয়ে অভিযুক্ত কোরবান আলীকে আটক করে দোহার থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দোহার থানা ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, অভিযুক্ত কোরবান আলীকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের (সংশোধনী ২০০৩) ৯ এর ১ ধারায় ধর্ষণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন