দোহারের পদ্মায় দিনব্যাপী নৌ-র‍্যালী অনুষ্ঠিত

370

১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এ সময় পদ্মা নদীতে সকল প্রকার মাছ ধরা নিষেধ করেছে সরকার। এ প্রচারনার অংশ হিসেবে দোহার উপজেলার পদ্মা নদীতে জেলেদের অবহিতকরন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী নৌ-র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গত ১ অক্টোবর শনিবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট থেকে শুরু হওয়া এ নৌ-র‍্যালী পদ্মা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় মাইকিং করে নদী পারের জেলে এবং সাধারণ জনগণকে ইলিশের এ প্রজনন মৌসুমে মা ইলিশ না ধরা বিষয়ে সচেতন করা হয়। উপজেলা মৎস্য দপ্তর এবং দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ নৌ-র‍্যালীতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমীন, উপজেলা কমিশনার (ভুমি) ইমরুল হাসান, মৎস কর্মকর্তা (অ.দ.) আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, কুতুবপুর নৌ-পুলিশ ফারির আই.সি. এস আই ফরহাদ হোসেন, বিলাসপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল মুন্সী, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টিপু প্রমুখ।

আপনার মতামত দিন