দই বিক্রেতা পেলেন ২১শে পদক

60
দই বিক্রেতা পেলেন ২১শে পদক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভুজা বটতলা গ্রামের জিয়াউল হক সমাজ সেবায় ২১শে পদক পেয়েছে।

তিনি পেশায় একজন দই বিক্রেতা। দই বিক্রি করে সংসার চালানোর পর বাকি টাকা দিয়ে বই কিনে গরীব ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করেন।

নিজ অর্থায়নে বাড়িতে গড়ে তুলেছেন একটি সাধারণ পাঠাগার। শুধু তাই নয় অসহায় নারীদের করে দিয়েছেন বাড়ি। করেছেন মসজিদ সংস্কার। পাচের গন্ডি পার করতে না পারলেও তার বই কিনে দেওয়ার সহায়তায় অনেকে করেছে এস এস সি পাশ।

জিয়াউল হক বলেন বেচি দই কিনি বই তাই সবাইকে বিলি করি যারা টাকার জন্য পড়তে পারে না। দই বিক্রি করে লাইব্রেরি করেছি। আনন্দ লাগে মনে কাউরে বই দিলে।

আপনার মতামত দিন