ঢাকা-১ এ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১১জন

522

দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১১জন। এদের মধ্যে ৮ জনই নতুন মুখ। তাদের অনেকেই কেন্দ্রীয় ছাত্রলীগ যুবলীগের সাবেক ও বর্তমান নেতা।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নবাবগঞ্জের আব্দুল বাতেন মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি দোহারের নির্মল রঞ্জন গুহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি’র সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় আইনজীবী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দীন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেত্রী বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা, দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ আনার কলি পুতুল।

এদের মধ্যে ২ জন আছেন আপন ভাই। তারা হলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি’র সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

আপনার মতামত দিন