ঢাকা জেলা ও জেলার সকল উপজেলার সরকারি সেবা মোবাইল নম্বর ৩৩৩

893

৩৩৩ এর মাধ্যমে ঢাকা জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাগরিক সেবা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।

যে কোন নাগরিক নিজ মোবাইল নম্বর হতে ৩৩৩ নম্বরে কল করলে কল সেন্টারে রিসিভ হবে এবং কল সেন্টার হতে নাগরিকগণ নিম্নোক্ত সেবাসমূহ পাবেনঃ

১। বিভিন্ন সামাজিক সমস্যা (ভেজাল দ্রব্য উৎপাদন ও বিক্রয়, বাল্যবিবাহ, যৌতুক, ইভ টিজিং, পরিবেশ দূষণ, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন, জুয়া,চোরাচালান, সরকারি গাছ/সম্পত্তি অবৈধ দখল বা চুরি ইত্যাদি) বিষয়ে তথ্য প্রদান ও প্রতিকার প্রাপ্তি।

২। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য, সরকারি সেবা, সেবার ফর্ম, পর্যটন আকর্ষণযুক্ত স্থানসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, ধর্মীয় ও আর্থিক প্রতিষ্ঠান, গ্রোথ সেন্টারসহ ইত্যাদির বিস্তারিত তথ্য।

৩। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাগরিক সেবা প্রদান বিষয়ক তথ্য, মতামত ও অভিযোগ জ্ঞাপন এবং

৪। দুর্যোগকালীন তথ্য সহায়তা গ্রহণ।

তাই যে কোন সামাজিক সমস্যা প্রতিকারে, নাগরিক সেবার জন্য, দুর্যোগকালীন তথ্য সহায়তা অথবা সরকারি সেবা সম্পর্কিত যে কোন তথ্যের জন্য দেরী না করে কল করুন আপনার মোবাইল হতে “৩৩৩” নম্বরে । ভূমিকা রাখুন মাননীয় প্রধানমন্ত্রীর “ভিশন-২০২১” বাস্তবায়ন ও স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মােণে।

অন্য খবর  মধুরচরে সৎ মার হাতে পুত্র খুন
আপনার মতামত দিন