জয়পাড়াতে যুবকের মৃতদেহ উদ্ধার

226

ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পাড়া বাজারের পাশে পদ্ম‍া নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পাড়া বাজারের পাশে পদ্ম‍া নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হক বিষয়টি নিউজ৩৯ কে নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি পদ্মায় লঞ্চডুবির কোনো যাত্রীর হতে পারে।

আপনার মতামত দিন