দোহারে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি আটক ১

210

ঢাকার দোহার উপজেলায় একই রাতে ৬ বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ১৪ লাখ টাকার মালামাল লুট করেছে। লাকী আক্তার নামে এক নারীকে আহত করেছে তারা। বুধবার রাতে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া, বাস্তা, শিলাকোঠা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির পর ভোরের দিকে কার্তিকপুর এলাকা থেকে কামাল (২৬) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল শিলাকোঠা গ্রামের প্রবাসী আবদুল খালেক সিকদারের বাড়িতে হানা দেয়। ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার লুট করে। একই সময়ে ডাকাতরা খালেক সিকদারের ভাই মহিউদ্দিন সিকদারের ঘরে ঢুকে নগদ ১০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, লোকমান সিকদারের ঘরে ঢুকে ১০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, আবুল কালাম সিকদারের ঘরে ঢুকে ১৮ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে কালাম সিকদারের মেয়ে লাকী আক্তারকে পিটিয়ে আহত করে তারা।

অন্য খবর  অস্তিত্ব সংকটে দোহার-নবাবগঞ্জের বাঁশ শিল্প

এরপর রাত ২টার দিকে ডাকাত দল পার্শ্ববর্তী বাস্তা গ্রামের প্রেস ব্যবসায়ী ওয়াদেল ও শিলাকোঠা গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দেড় লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণ লুট করে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্তিকপুর গ্রামের কামাল নামে একজনকে আটক করে পুলিশ।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক বলেন, এ বিষয়ে থানায় ডাকাতি মামলা হয়েছে।

আপনার মতামত দিন