জাহিদ হত্যার বিচারের দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

291

নিউজ৩৯♦ জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হওয়া জাহিদের পলাতক খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তার হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে পাতিলঝাপ বাজারে তারা এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ব্যানার, পোস্টার নিয়ে একটি মৌন মিছিল করে এলাকাবাসী। এই সময় এলাকাবাসী ছাড়াও স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়।

জাহিদ হত্যাকান্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জ থানার ওসি খন্দকার একলাস উদ্দিন বলেন, জাহিদের পিতা আবু সাইদ ১১ জনকে আসামী করে মামলা করেছে। ১ জন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য গত ১৯ অক্টোবর শনিবার সকালে আবু সাইদের পরিবারের সাথে প্রতিপক্ষ মগবর আলী ও ভেবল সরদারের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু সাইদ ও তার ছেলে জাহিদ আহত হলে তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরর্বতীতে জাহিদের মৃত্যু হয়।

আপনার মতামত দিন