দোহারে অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

300

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ :: বৃহস্পতিবার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী উর্মী। ঊর্মির বাড়ী দোহার থানার দক্ষিন ইউসুফপুর গ্রামে। তার পিতার নাম ফয়জুল ইসলাম পেশায় জয়পাড়া পরিবহনের হেল্পার।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে পরীক্ষা শেষে বাড়ি ফিরলে প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝগড়া হয়। প্রতিবেশীরা জানায় এতে উর্মী শারীরিকভাবে আঘাত করা হয়, এরপর সন্ধ্যা সাতটার দিকে সে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। দীর্ঘক্ষণ পরেও দরজা না খুললে আনুমানিক রাত ৯টার দিকে দরজা ভেংগে তাকে বিষ পানের কারনে অচেতন অবস্থায় পাওয়া যায়।

দ্রুত তাকে জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ নিতে পরামর্শ দেন। রাত সাড়ে দশটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ভোর পাঁচটার দিকে সে মারা যায়।

ইদানিং দোহার, নবাবগঞ্জ এলাকায় উর্মীর বয়সী ছেলেমেয়েদের আত্মহত্যার ঘটনা বেড়েছে। এ ব্যাপারে ডা. হরগোবিন্দ সরকার (অনুপ)-এর সাথে যোগাযোগ করালে তিনি নিউজ ৩৯ কে জানান, “এ বয়সে সাধারণত আবেগটা বেশি থাকে, সহ্য ক্ষমতা থাকে কম, তাই অতি অল্প কষ্টেও অনেক সময় বড় হয়ে দেখা দেয়। আবার দেখা যায়, তারা তাদের কষ্টের কথাও কারো সাথে ভাগাভাগি করতেও পারে না।”

আপনার মতামত দিন