গয়েশ্বর রায়কে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি’র প্রতিবাদ

250

প্রেস রিলিজ ♦ ‘নাশকতার’ অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করার প্রতিবাদে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস রিলিজ দিয়েছেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান।

প্রেস রিলিজে বিএনপি নেতারা বলেন, “সমাবেশ করা এবং মত প্রকাশ করা আমাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার। সরকার বাবু গয়েশ্বর রায়কে গ্রেফতার করে সেই অধিকার হরণ করে তীব্র ফ্যাসীবাদের পরিচয় দিয়েছে। এভাবে কোন সরকার কোনদিন ক্ষমতায় থাকতে পারে নি। তারা অনতিবিলম্বে বাবু গয়েশ্বর রায়ের মুক্তিসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী জানান।”

আপনার মতামত দিন