কে এই নুরুল হুদা?

    827

    সার্চ কমিটির অনুসন্ধান শেষে নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। সোমবার রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম একথা জানান।

    সিইসি হওয়ার দৌঁড়ে ম্প্রথম ছিলেন সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদা (কে এম নুরুল হুদা)। ৭৩ ব্যাচের প্রশাসনিক ক্যাডার কে এম নুরুল হুদা বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া ফরিদপুর জেলার প্রশাসক ছিলেন তিনি। দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে তিনি।
    তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকায়। মুক্তিযুদ্ধের সময় তিনি জেলা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
    ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

    আপনার মতামত দিন