ডেস্ক রিপোর্টঃ কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের কসাইভিটা, বেড়িবাঁধ, নামাবাড়ি, মান্দাঈলসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশ তদন্ত ও অভিযান চালিয়েছে। এর অংশ হিসেবে রবিবার (৯ মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. রাব্বি (২৫) ২. রনি (৩৪) ৩. মো. জাহাঙ্গীর (৩৪) ৪. রাব্বি (২৫) ৫. শুভ (২৪) ৬. রোমান (৩০)
স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তারা পথচারী ও যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।
জিনজিরার বাসিন্দা রাসেল আহমেদ বলেন, “কসাইভিটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করেন। সম্প্রতি এই এলাকায় রাতের বেলা ছিনতাই বেড়ে গিয়েছিল, যা আগে দেখা যায়নি।“
একজন ব্যবসায়ী রানা পুলিশের এই অভিযানের প্রশংসা করে বলেন, “এই ছিনতাইকারীরা কয়েকদিন আগে এক ব্যক্তিকে রিকশা থামিয়ে চাপাতির কোপ দিয়ে টাকা–পয়সা ছিনতাই করেছিল। পুলিশ তাদের গ্রেপ্তার না করলে এই অপরাধ আরও বেড়ে যেত।“
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “কেরানীগঞ্জের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করছে। সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করে ছায়াতদন্তের মাধ্যমে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।“
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
