কেরানীগঞ্জে উদ্বোধনের আগেই পাওয়ার গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০০ কোটি টাকা

    261

    ঢাকার কেরানীগঞ্জে মালঞ্চ এলাকায় উদ্বোধনের আগেই পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিডস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। গত বুধবার রাত ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বৈদ্যতিক ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আরো ২টি ট্রান্সফরমার ও পাশের ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের ৭টি ইউনিট দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মূল্যবান তিনটি ট্রান্সফরমার, একটি ভবন ও ভবনে রাখা যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, প্রকল্প পরিচালক শহীদ হোসেন, প্রকল্প ম্যানেজার মোসলে উদ্দিন, মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলামের সমন্বয়ে একটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    এই কমিটি বৃহস্পতিবারের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। ২০১৬ সালে এই গ্রিডস্টেশনের নির্মাণকাজ শুরু করা হয়। স্টেশনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়। গত ৭ই ফেব্রুয়ারি গ্রিডস্টেশনের ১ নম্বর ট্রান্সফরমারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

    আপনার মতামত দিন