কমল হালদারের কবিতা: অবাক ব্যাপার

322

অবাক ব্যাপার

কমল হালদার

অ্যাডমিট কার্ড আটক হলে-
বাহঃ বাহঃ কি চমৎকার
কোচিং ফি উঠবে নিশ্চয়
ভেবে খুশি হেড মাষ্টার।

মানুষ গড়ার কারিগড়
করছে কি কারবার
মানবতা চুলোয় যাক
টাকা পয়সাই আসল ব্যাপার।

অভিভাবক চাক বা না চাক
নিয়ম নীতি স্বেচ্ছাচার
সরকারী অ্যাডমিট কার্ড (সমাপনী)
তাও আটকায় হেড মাষ্টার।

শিশু মনে টাকার বীজ
বুনে জ্ঞানপাপী লোভী স্যার
টাকা ছাড়া নাই গতি
দেখায় কুপথের প্রবেশদ্বার।

ছাত্ররা হয় সন্ত্রাসী
রাস্তাঘাটে অনাচার
লাথি মারে স্যারের বুকে
সবাই বলে অবাক ব্যাপার!

আপনার মতামত দিন