দোহারে ডাকাতির প্রস্ততির সময় ডাকাত গ্রেফতার

431

নিউজডেস্ক ♦ ঢাকার দোহার উপজেলায় নিকড়ার গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে মো. ছগীর হোসেন (২৮) ও আসাদ ওরফে কামাল (২৫) নামে দুই ডাকাতকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার রাত ১টার দিকে উপজেলার নিকড়ারচক গোবিন্দপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসাদ ওরফে কামাল নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া গ্রামের হযরত আলী ও মো. ছগীর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার তেনীখানি গ্রামের আ. রউফ হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১টায় সুতারপাড়া ইউনিয়নের নিকড়ারচকে দোহার-গোবিন্দপুর সড়কে ৮-১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় কলাগাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে মো. ছগীর ও আসাদ ওরফে কামাল নামে দুই ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। দোহার থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে তাদের। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা জানান, থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন