দোহারে এসিড খেয়ে আত্মহত্যা

267

রোববার রাতে দোহার উপজেলার জয়পাড়ায় এসিড খেয়ে আত্মহত্যা করেছে সাগর দাস (২৫) নামে এক যুবক। শনিবার রাত ১০টার দিকে সে দোকানে এসিড পান করে ছটফট করতে থাকলে পাশ্ববর্তী দোকানের লোকেরা তাকে দোহার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে স্থানীয় চিকিৎসকরা তার অবস্থার অবনি দেখে ঢাকায় নিয়ে যেতে বলে। কিন্তু পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলে রোববার ভোর রাতে সেখানেই সে মৃত্যু বরণ করে।

তার বাড়ী জয়পাড়া মডেল বিদ্যালয় সংলগ্ন হিন্দু পাড়ায়। তার পিতার নাম মৃত বাবু দাস। জয়পাড়া মডেল স্কুল মার্কেটে তার একটি স্বর্ণের দোকান রয়েছে। পারিবারিক সূত্রের বরাত থেকে জানা যায়, সাগর দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক লোকসানের কারণে হতাশাগ্রস্থ ছিল। ইতিমধ্যে সে প্রায় ৮ লক্ষ টাকা ঋণ হয়। এছাড়া বছর দেড়েক আগে সে বিয়ে করলেও তার স্ত্রী’র সাথে মায়ের সু-সম্পর্ক ছিল না।

আপনার মতামত দিন