উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকা জেলায় মনোনয়ন পেলেন যারা

    601

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে বাংলাদেশ আওয়ামী লীগ ১২১ উপজেলা দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার ৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও নৌকা প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

    এরা হলেন নবাবগঞ্জে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, দোহারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, কেরানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগেরর আহ্বায়ক মো. শাহীন আহমেদ, ধামরাইয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মিজানুর রহমান মিজান ও সাভারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর তালিকার বিষয়টি জানানো হয়।

    জানা গেছে, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ১২১ উপজেলা দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেয়া হবে।

    অন্য খবর  দোহারে পদ্মা নদীতে বেরিবাধ নির্মাণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের আশ্বাস মোস্তফা কামালের

    এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।
    মনোনয়ন পাওয়ার পর স্ব স্ব প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ।

    আপনার মতামত দিন