ইতিহাসের এই দিনে: ৩০ আগস্ট

461

৩০ আগস্ট: বছরের ২৪২ তম দিন (২৪৩ অধিবর্ষে)

১৫৭৪: গুরু রাম দাস শিখদের চতুর্থ গুরু হন।

১৮৩৫: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর প্রতিষ্ঠিত হয়।

১৯৪৫: হংকং বৃটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭১: দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন।

১৯৮১: ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ আল রাজাই ও প্রধানমন্ত্রী মোহম্মদ জাভেদ বাহোনার পিপলস মোজাহিদিন অব ইরানের বোমা হামলায় নিহত হন।

১৯৯৯: পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

জন্ম:

১৫৬৯:  মোগল সম্রাট জাহাঙ্গীরের জন্ম।

১৭৯৭:  ‘ফ্রাঙ্কেনস্টাইন’ গ্রন্থের লেখিকা ও কবি শেলির স্ত্রী মেরি ওলস্টোনক্র্যাফট শেলির জন্ম। 

১৮৭১: নিউ জিল্যান্ড বংশদ্ভোত বৃটিশ পদার্থবিদ, নোবেলজয়ী বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের জন্ম।

১৯৭২: চেক প্রাজন্ত্রের ফুটবলার ও সাবেক অধিনায়ক পাভেল নেদভেদের জন্ম।

মৃত্যু:

১৯৮১:  শিক্ষক, গবেষক ও ঐতিহাসিক ড. নীহার রঞ্জন রায়ের মৃত্যু।

২০০৬: নোবেলজয়ী মিশরীয় সাহিত্যিক নগিব মাহফুজের মৃত্যু।

আজকে:

তুরষ্কে বিজয় দিবস।

/ ইতিহাসের এই দিনে: ৩০ আগস্ট

আপনার মতামত দিন