ইকরাশিতে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি ও চুরি

974
ইকরাশিতে ডাকাতি ও চুরি

ঢাকার দোহারের ইকরাশি গ্রামে খৃষ্টান চ্যাপেল এর বাসা ( গির্জা) এলাকায় গত বৃহস্পতিবার এক রাতে ৪ বাড়িতে ডাকাতি ও চুরি হয়েছে। রাত ৩টায় মেঘলাল চন্দ্র শীল পিতাঃ অমল চন্দ্র শীল, নয়ন পাল পিতাঃ সংকর পাল এবং গোপাল শীল পিতাঃ অশীনি শীল এর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায় ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দলের এক টিম ভেতরে প্রবেশ করে ঘরে থাকা সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের ১০ থেকে ১৫ জনের দল ঘরে ঢুকে তিন ঘর থেকে ৫ টি মোবাইল সেট যার আনুনামিন মূল্য ৩৫ হাজার টাকা, ১ ভরি স্বর্নাঅলংকার এবং ঘরে থাকা নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়।

একই এলাকার জাবেদ আলী মৃধার ছেলে মোরাদ মৃধা জানান, একই রাতে আমাদের বাসায় ডাকাত দলের অন্য সদস্যরা হানা দেয় তার বাসা থেকে নগদ ১ লক্ষ ৬ হাজার টাকা ও ২ ভরি স্বর্নাঅলংকার এবং আরো অন্যান্য আনুষাঙ্গিক জিনিস পএ কাপড়, রূপার জিনিস পএাদি নিয়ে যায়।

অন্য খবর  নবাবগঞ্জে স্বামীকে বিষপান করিয়ে হত্যা; স্ত্রী আটক

একই রাতে একই এলাকার শেখ হেকমত আলীর ছেলে মোতালেব বাবুর্চির বাসায় ব্যাবহারির আসবাবপত্র ও নগদ ২ হাজার টাকা চুরি গেছে বলে জানা যায়।

ইকরাশিতে ডাকাতি ও চুরি -র ঘটনাস্থল দোহার থানা পুলিশ পরিদর্শন করেছেন।

আপনার মতামত দিন