আরও এক সপ্তাহ থাকতে পারে বৃষ্টি

25
আরও এক সপ্তাহ থাকতে পারে বৃষ্টি

 

দিনভর এমন ভারী বৃষ্টি রাজধানীবাসী অনেক দিন দেখেনি। তা–ও একেবারে কোরবানির ঈদের দিন থেকে। গতকাল শনিবার সকাল থেকে আকাশ গোমড়া করে থাকা মেঘ জানান দিচ্ছিল, যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। বেলা তিনটা থেকে যখন অঝোর ধারায় বৃষ্টি নামল, তখন আর থামার জো নেই।  গতকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন ভারী বৃষ্টি টানা আরও এক সপ্তাহ চলতে পারে। মাঝেমধ্যে বিরতি দিলেও প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হতে পারে।

 

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি বাড়তে থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। টানা বৃষ্টি চললে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যার পানি চলে আসতে পারে। তবে এ থেকে বড় বন্যার কোনো আশঙ্কা দেখছেন না বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রকৌশলীরা।

 

 

আপনার মতামত দিন