আপনি কি বিব্রত?
জ্বি!!
এমনটিই বলছিলেন পরিবার নিয়ে ঘুরতে আসা একজন সরকারি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন রাজু
গতকাল বিকেল ৫:৩০ তিনি সপরিবার দোহারের বাহ্রা ঘাট ” মিনি পতেঙ্গা ” ঘুরতে আসেন। ঈদ পরবর্তী সময়ে অনেক পর্যটক মিনি পতেঙ্গায় বিকেলের সূর্যাস্ত উপভোগ করতে আসেন। কিন্ত গত কয়েকদিন ধরে বখাটেদের উত্তপাত বেড়ে গেছে জায়গাটিতে।অল্প বয়সী কিছু যুবক পিকনিক নৌকা ভ্রমনের নাম করে সাউন্ড সিস্টেম বাজিয়ে অশ্লীল নৃত্য প্রদর্শন করে। তারা বাহ্রা ঘাট হতে ধোয়াইর বাজার পর্যন্ত বার বার চক্রর দিতে থাকে নৌকাপথে। আর অশ্লীল অঙ্গ – ভঙ্গি প্রদর্শন করে ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের উদ্দ্যেশ্য করে। তাদের কারো কারো হাতে রয়েছে বিদেশি মদের বোতল। কেউ কেউ সেবন করছে নেশা জাতিয় দ্রব্য যা প্রত্যক্ষদর্শী অনেকই উল্লেখ করেছেন। এসকল কারনে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পরেন।
এমতাবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটকদের অভিযোগের প্রেক্ষিতে স্থানটির সুস্থ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে যাতে করে “মিনি পতেঙ্গা ” পর্যটন শিল্পের সম্ভবনা ব্যাহত না হয়। দর্শনার্থীরা জায়গাটিতে যেন সপরিবার উপভোগ করতে পারে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে।
মোঃ মিথুন হোসেন জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
সভাপতি
দোহার – নবাবগঞ্জ ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আপনার মতামত দিন