গতকাল ২১ ফেব্রুয়ারী দিবাগত রাতে সবাই যখন ভাষা দিবস উৎযাপনে ব্যস্ত, তখন সুযোগ বুঝে দোহারের আওলিয়াবাদে দূর্ধষ চুরি সংগঠিত হয়েছে। সৌদি প্রবাসী মোঃ কিরনের হোসেনের বাড়িতে এই চুরি সংঘঠিত হয়। এসময় তার বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণ ও ১২ হাজার সৌদি রিয়ালসহ প্রায় লক্ষাধিক টাকার কসমেটিক সামগ্রী(যা সৌদি থেকে প্রবাসীরা তাদের আত্মীয়-স্বজনদের জন্য পাঠিয়েছিল) নিয়ে যায়।
সকালে কিরন হোসেনের বাড়ির ভাড়াটিয়া জানালার গ্রীল কাটা দেখে তাকে খবর দিলে তিনি ঘরে ঢুকে তার আলমারী ওয়াড্রবের তালা ভাঙ্গা দেখতে পান। উল্লেখ্য: ২১ ফেব্রুয়ারী তিনি শাইনপুকুরস্থ তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
দোহার থানা পুলিশের এস.আই সিকেন্দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন এই চুরির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
আপনার মতামত দিন