নবাবগঞ্জ উপজেলা নির্বাচন: আবু আশফাক, মহসিন, মরিয়ম নির্বাচিত

692

উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলাম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি পেয়েছেন ৭১ হাজার ৫৪৬ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু মটর-সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৩৬ ভোট।  খন্দকার আবু আশফাক ২৬ হাজার ৪১০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

অন্যান্যদের প্রাপ্ত ভোট সংখ্যা:

মাকসুদ খান মজলিস (কাপ পিরিচ)- ১০,৬৯৬ ভোট
শেখ হান্নান (ঘোড়া)- ২,৬১২ ভোট

 

ভাইস-চেয়ারম্যান পদে মহসিন রহমান আকবর মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৩৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল আলম আতিকী বৈদ্যুতিক বাল্প প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৪২২ ভোট। ফলাফল- মহসিন রহমান আকবর ১৯ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যান্যদের প্রাপ্ত ভোট সংখ্যা:
হুমায়ন কবির (সিংহ)- ১২৬০৯ ভোট
নাসির আহম্মেদ পলাশ (জাহাজ)- ১০১৪৮ ভোট
মো:আজিজুর রহমান ভূইয়া (তালা)- ৯৭৩০ ভোট
এড.দিপঙ্কর সরকার (চশমা)-৯,২৯৫ ভোট
মনিরুজ্জামান মনির (টিউবওয়েল)- ৮৬৮০ ভোট
বোরহান হোসেন (টাইপ রাইটার)- ৬০৮৪ ভোট
শাহীন ইকবাল (বই)- ৫৭৬১
মো: মাসুদ মোল্লা (উড়ো জাহাজ)- ৪৪৫১ ভোট
সাগর (দাবা বোর্ড)- ৩৫৮২ ভোট
আব্দুল সামাদ (টিয়া)- ১৭৩৪ ভোট

অন্য খবর  দোহারে ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অ্যাড মরিয়ম জালাল কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৮৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসমিন আক্তার প্রজাপ্রতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ২৮৫ ভোট। ফলাফল- অ্যাড মরিয়ম জালাল ১০ হাজার ৫৭৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আপনার মতামত দিন