একটি বিরল রোগে আকান্ত হয়েছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের নট্টি গ্রামের মোঃ রেনু মিয়ার একমাত্র পুত্র সাকিব হোসেন হৃদয়। সে দীর্ঘদিন যাবৎ Friedreich’s Ataxia রোগে আক্রান্ত। এটি খুবই বিরল একটি রোগ, বাংলাদেশে এর তেমন কোন চিকিৎসা নেই। তার ছোট বোন ও মামা একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায় হৃদয়। তার মা কয়েক বছর আগে মারা যাওয়ায় মানসিকভাবে ভেঙে পরে সে।
পিতার আর্থিক অবস্থা ভাল না হওয়াতে চিকিৎসা করাতে পারেনি। তার পিতার এমন অসহায়ত্ব তাকে হতাশ করে তুলেছিল। ব্যাচের বন্ধুরা যোগাযোগ করায় একটু সাহস ফিরে পাচ্ছেন। হৃদয়ের বন্ধু আবু নাঈম বলেন, আমরা আমাদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সকলের নিকট সাহায্যের আবেদন করছি। তার বন্ধু জাহাঙ্গীর আলম বলেন, স্কুল জীবনেই তার অল্প বিস্তর সমস্যা হতো, কিন্তু সেটা তেমন গুরুতর মনে হয়নি। কিন্তু ধীরে ধীরে সে অসুস্থ হয়ে গেছে। কথা বলতে সমস্যা হওয়া, চোখে কম দেখা, কানে কম শোনা, হাটতে না পারাসহ নানাবিধ সমস্যা হতে থাকে তার। বর্তমানে সে হাটতেই পারে না।
তার আরেক বন্ধু বলেন, ডাক্তার, সাকিবকে অনেক আগেই দেশ এর বাহিরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে। একুশে ব্লাড ডোনারস্ ক্লাবের আহবায়ক মোস্তাক আহমেদ বলেন, দোহার-নবাবগঞ্জ এমন একটি অঞ্চল যেখানে টাকার কোন সমস্যা নেই, একক ব্যক্তি থেকে শুরু করে সামাজিক সংগঠন বা ফাউন্ডেশন যে যেভাবে পারি সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে একটু সাহায্যেই বেঁচে যেতে পারে একটি প্রাণ।
হৃদয় জানায়, আমি একেবারেই হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু বন্ধরা যখন যোগাযোগ করতে শুরু করে তখন থেকেই আমার একটু করে ভাল লাতে শুরু করে। আমি আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ ওরা যথেষ্ট চেষ্টা করছে আমার চিকিৎসার জন্য।
এই রোগের চিকিৎসা ইউরোপে ভাল হয়। কিন্তু এটা তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। ডুবাইতেও ইউরোপের শাখা রয়েছে এই রোগের চিকিৎসার। তাতেও ব্যয় অনেক। এখন শুধুমাত্র ভারতেই অল্প খরচে চিকিৎসা করা যেতে পারে। তবুও যাওয়া-আসা, চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য কমপক্ষে দশ লক্ষ টাকা প্রয়োজন।
প্রথমে সে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ গুরুদাস মন্ডলের তত্বাবধানে ছিলেন। সে তাকে দ্রুত বিদেশ নিয়ে চিকিৎসার জন্য উপদেশ দান করেন।
তার চিকিৎসার জন্য নিম্নোক্ত নাম্বার ও ব্যাংক একাউন্ট দেয়া হলোঃ
বিকাশ: 01999592179 (পার্সোনাল)
নগদ: 01999592179 (পার্সোনাল)
Bank Info:-
Acc. Name:- Abu Nayeem
Acc. No:- 1601050013958
Routing No:- 090270640
Branch:- Bandura
SWIFT Code:- DBBLBDDH
Bank:- Dutch Bangla (DBBL)
