২১ বছর পর তিন ইউনিয়নের সীমানা জটিলতার অবসান

599

নির্বাচন প্রতিনিধি, news39.net: দীর্ঘ ২১ বছর পর দোহার পৌরসভার সাথে সীমানা জটিলতা থাকার কারনে দোহারের তিনটি ইউনিয়নের নির্বাচন বন্ধ হয়েছিল। এই সীমানা জটিলতা নিরসন করে তিনটি ইউনিয়ন মাহমুদপুর, রায়পাড়া, সুতারপাড়ার ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ নাঈম।

দোহার উপজেলা ইউএনও স্বাক্ষরিত গেজেট প্রকাশক আবেদন প্যাডে উল্লেখ করা হয়েছে, রায়পাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে থাকছে ইকরাশী উত্তর। ২ নম্বর ওয়ার্ডে থাকছে ইকরাশী দক্ষিণ। ৩ নম্বর ওয়ার্ডে থাকছে পালামঞ্জ,হাতুরপাড়া, লক্ষীপ্রাসাদ। এবং ৪ নম্বর ওয়ার্ডে থাকছে জামালচর, করিমগঞ্জ, রঘুদেবপুর। ৫ নম্বর ওয়ার্ডে থাকছে নাগের কান্দা। ৬ নম্বর ওয়ার্ডে থাকছে লটাখোলা বিলেরপাড়। ৭ নম্বর ওয়ার্ডে থাকছে রাইপাড়া দক্ষিণ। ৮ নম্বর ওয়ার্ডে থাকছে রাইপাড়া উত্তর। ৯ নম্বর ওয়ার্ডে থাকছে রাইপাড়া উত্তরেরপূর্ব পাশের ছনটেকের মহল্লা ও কাঁঠালিঘাটা। আর সংরক্ষিত মহিলা আসন হল ১নং ওয়ার্ডে থাকছে ওয়ার্ড নং ১,২,৩। ২নং ওয়ার্ডে থাকছে ওয়ার্ড নং ৪,৫,৬। ৩নং ওয়ার্ডে থাকছে ওয়ার্ড নং ৭,৮,৯।

মাহমুদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে থাকছে সুখদেবপুর, পুরলিয়া, মৈনট, দেওভোগ, হোসেনপুর ও জয়দেবপুর। ২নম্বর ওয়ার্ডে থাকছে চর কুসুমহাটি। ৩নং ওয়ার্ডে শ্রী কৃষ্ণপুর, নারায়ণপুর। ৪নং ওয়ার্ডে থাকছে
চরবইতা, চরকুশাইচর (৪নং ওয়ার্ডের অংশ)। ৫নম্বর ওয়ার্ডে চরকুশাই (৫নং ওয়ার্ডের অংশ)। ৬নম্বর ওয়ার্ডে চর লটাখোলা। ৭নম্বর ওয়ার্ডে হরিচণ্ডী, চরকুশাইচর (৭নং ওয়ার্ডের অংশ)। ৮নম্বর ওয়ার্ডে মাহমুদপুর কাটাখালের উত্তরপাড়। ৯নম্বর ওয়ার্ডে চর বিলাসপুর, মাহমুদপুরের কাটাখালের দক্ষিণ পাড় এবং সংরক্ষিত মহিলা আসন হল ১নং ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড নং ১,২,৩। ২নং ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড নং ৪,৫,৬। ৩নং ওয়ার্ডে ক্ষেত্রে ওয়ার্ড নং ৭,৮,৯।

অন্য খবর  যন্ত্রাইলে ইছামতি নদীর উপর ব্রীজের কাজ শুরু

সুতারপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে থাকছে দোহার (খালের দক্ষিণ অংশ)। ২ নম্বর ওয়ার্ডে থাকছে পশ্চিম সুতারপাড়া। ৩ নম্বর ওয়ার্ডে থাকছে কাজীর চর। ৪ নম্বর ওয়ার্ডে থাকছে মধুর চর (খালের পশ্চিশ অংশ)। ৫ নম্বর ওয়ার্ডে থাকছে মধুর চর (খালের পূর্ব অংশ)। ৬ নম্বর ওয়ার্ডে থাকছে পূর্ব সুতারপাড়া,পশ্চিম সুতারপাড়ার দক্ষিণ পূর্বঅংশ (সুতারপাড়া বাজারের প্রধান সড়কের পূর্ব পাশ হতে হাসু ও মোনার বাড়ি পর্যন্ত, উত্তরে লাল মোল্লার বাড়ি)। ৭ নম্বর ওয়ার্ডে থাকছে গাজীরটেক। ৮ নম্বর ওয়ার্ডে থাকছে ডায়ার কুম, ডায়া গজারিয়া। ৯ নম্বর ওয়ার্ডে থাকছে
মুন্সীকান্দা, ঘরমোড়া এবং সংরক্ষিত মহিলা আসন হল ১নং ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড নং ১,২,৩। ২নং ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড নং ৪,৫,৬। ৩নং ওয়ার্ডে ৭,৮,৯।

দোহার উপজেলা ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন news39.net, ‘আমরা দোহারের তিনটা ইউনিয়নের ওয়ার্ডের সীমানা নির্ধারণ করেছি। আশা করছি খুব শীঘ্রই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। একইসাথে, পৌরসভার নির্বাচনও দ্রুত অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন