ভুট্টার ট্রলারে ডাকাতিঃ দোহারে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

209

ক্রাইম রিপোর্টার,news39.net: ঢাকা জেলার দোহার উপজেলায় পদ্মা নদীতে কুতুবপুর নৌ-পুলিশ অভিযান চালিয়ে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে। স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টায় দোহার উপজেলার কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ শামছুল আলমের ভুট্টার ট্রলারে ডাকাতি হয়েছে সংবাদ পান। ট্রালারে ১২০০ বস্তা ভুট্টা এবং ১০০ লিটার জ্বালানি তেল ছিলো। সংবাদ পেয়েই ইনচার্জ শামছুল আলমের নেতৃত্বে দোহারের চরপুরুলিয়া এলাকায় পদ্মার মাঝ দরিয়ায়, কুতুবপুর নৌ-পুলিশ টিম অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার, পিস্তল ও দেশীয় অস্ত্র সহ ৭ ডাকাতকে আটক করে নৌ-পুলিশ। পরে তাদেরকে ময়নট পুলিশ ফাড়ির হেফাজতে রাখা হয়। মংগলবার তাদেরকে আদালতে উঠানো হবে বলে জানা গিয়েছে।

আটককৃত ডাকাতরা হলো- দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের হাসিরচর এলাকার সামছু শেখের ছেলে হৃদয় শেখ(১৯), ধীৎপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে জাকির হোসেন(২৫), মৌড়া গ্রামের নুর ইসলামের ছেলে মো. সেলিম(৩০), ধুবলী গ্রামের শুক্কুর মোল্লার ছেলে কাউছার মোল্লা(২২), নববাগঞ্জ উপজেলার বারুয়াখালীর রতনপুরের কলিমউদ্দিনের ছেলে এবাদুল(৩০), কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়ার সামছুল হকের ছেলে লিমন হক(২৪), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন। এসময় ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্র নৌ-পুলিশ উদ্ধার করে।

আপনার মতামত দিন