মটর সাইকেল দুর্ঘটনা: নিউজ৩৯-এর সম্পাদকসহ আহত তিন

439

ফুলতলা থেকে জয়পাড়া আসার পথে মটর সাইকেল দূর্ঘটনায় নিউজ৩৯ এর এডিটর তারেক রাজিব সহ তিনজন আহত হয়েছে। এর মধ্যে নিউজ৩৯ এর এডিটর তারেক রাজিবের বাম পায়ের আঙ্গুলের একটি হাড় ভেঙ্গে গেছে। এছাড়া নিউজ৩৯ এর আরো দুই সাংবাদিক আসাদ সবুজ ও আছিফুর রহমানও আহত হয়েছে। মটর সাইকেল দূর্ঘটনায় আসাদ সবুজের শরীরের বেশ কয়েক জায়গায় ছিলে যায়।

পদ্মা কলেজের ইংরেজির লেকচারার তারেক রাজিব শনিবার অনুষ্ঠিত গুনিজন সংবর্ধনার কাজের জন্য পদ্মা কলেজে সকাল ১১ টার সময় যান। এরপর জুম্মার নামাজ পড়ে মটর সাইকেল যোগে আসার পথে ফুলতলার কাছে ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুলের কাছে নিয়ন্ত্রন হারিয়ে মটর সাইকেলটি রাস্তায় পড়ে যায়। এসময় অতি দ্রুত তাদের উদ্ধার করে ফুলতলার আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে জয়পাড়া ক্লিনিকে নিয়ে আসা হয়। এসময় এক্সরে রিপোর্টে তার বাম পায়ের বুড়ো আঙ্গুল ফেটে গেছে বলে ধরা পড়ে। তারপর তাকে জয়পাড়া ক্লিনিকে পায়ে প্লাস্টার করে বাসায় নিয়ে আসা হয়। এসময় ডাক্তার তাকে ২ সপ্তাহের বেড রেস্ট গ্রহনের কথা বলে। আসাদ সবুজকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

আপনার মতামত দিন