নবাবগঞ্জে এড. মান্নান খানের বিশাল মহড়াঃ মুহুর্মুহু শ্লোগানে মুখরিত নবাবগঞ্জ

417

সাইফুল ইসলামঃ প্রায় ৬০০ শত মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে মঞ্চে তিনি এলেন, এলেন বীরদর্পে। এলেন সেই পুরোনো তিনি নতুন রুপে। চারিদিকে তখন চলছে মুহুর্মুহু শ্লোগান – “দোহার – নবাবগঞ্জের মাটি, মান্নান খানের ঘাটি।” নবাবগঞ্জে বংগমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলের বিশেষ অতিথি হিসাবে আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খানের মঞ্চে আগমনের সময় এরকম ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদ্বেষ্টা এইচ টি ইমাম বলেন, আজ তো শ্লোগান দেখে মনে হচ্ছে সবই মান্নান ভাইয়ের কর্মি সমর্থক। যাই হোক সবইতো নৌকার সমর্থক।

এরপর বিশেষ অতিথি হিসাবে তিনি বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, শান্তিতে বসবাস করার জন্য আমরা সব করেছি। সারাদেশে আমাদের সরকার কাজ করছে। খরা, অভাব, মঙ্গা, সন্ত্রাসের দেশকে বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরেছে সরকার। বিশ্বব্যাপী বাংলাদেশ প্রশংসিত হয়েছে। সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন করে দেশকে এগিয়ে নিচ্ছে। তাই আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।৪০ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতির বাংলাদেশে এখন কোনো খাদ্য ঘাটতি নেই। আগে না খেয়ে মানুষ মারা যেত। এখন আমরা খাদ্যে উদ্বৃত্ত উৎপাদনকারী দেশ। এটা বর্তমান সরকারের অবদান। আপনারা আবার নৌকাকে এবং তাঁর যোগ্য প্রতিনিধিকে পুনরায় নির্বাচিত করুন ”

অন্য খবর  দোহারে বাড়ছে ভাঙনের তীব্রতা: আতঙ্কে নদী তীরের বাসিন্দারা

আপনার মতামত দিন