কমিটি বাতিলের দাবীতে দোহার বিএনপি’র বিক্ষোভ

345

মার্চের ১৯ তারিখে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কাউন্সিল উপলক্ষে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান মনোনীত কমিটির বিরোধীতা ও বাতিলের দাবীতে দোহার থানা বিএনপি সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা শ্লোগান দেয়, ‘এই কমিটি মানিনা, মানবো না। এই কমিটি বাতিল কর, করতে হবে।‘ এ সময় বিএনপি নেতা হালিম চেয়ারম্যান, ছাত্রদল নেতা সেণ্টু ভূইয়া সহ প্রায় অর্ধশতাধিক নেতা কর্মী জয়পাড়া বাজার ও মেইন রোড প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গত ১৩ই ফেব্রুয়ারি রাতে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক বিমান মন্ত্রী আঃ মান্নান দোহার থানা বিএনপি’র কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি পদে জনাব সাহাবুদ্দীন, সহ-সভাপতি পদে ভুলু চেয়ারম্যান, সেক্রেটারী পদে আলমগীর ব্যাপারী, সাধারণ সম্পাদক পদে ডালু খন্দকারকে মনোনয়ন দেন। এছাড়া পৌর সভাপতি আব্দুর রহিম মিয়া মনোনয়ন দেন। আর শুরু থেকেই নাজমুল হুদা পন্থিরা এই কমিটির বিরোধীতা করে আসছিল।

আপনার মতামত দিন