ত্রিলোক-এর আবৃ্ত্তি অনুষ্ঠান আয়োজিত

310

শনিবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়ে ত্রিলোক বাচিক পাঠশালার সম্পূর্ণ নুতন একটি আবৃত্তি প্রযোজনা ‘অন্তমিল’। অনুষ্ঠানটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন জয়পাড়া কলেজের সাবেক ছাত্র এনাম আজিজুল।

প্রেম ও ভালবাসাকে উপজীব্য করে দেশের প্রখ্যাত কয়েকজন কবির ছন্দপ্রধান বেশ কিছু কবিতার সমন্বয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। এতে অংশগ্রহণ করেন ‘ত্রিলোক বাচিক পাঠশালা’র কয়েকজন নবাগত মুখ।

ব্যক্তিগত আবৃত্তির পাশাপাশি ত্রিলোক সদস্যরা দলগতভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কামাল পাশা’ ও ‘অগ্রপথিক’ এর বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।

আপনার মতামত দিন